‘ভোটের সময় এসে বিজেপি আগুন লাগিয়ে চলে যাবে। ৩৬৫ দিনের পাহারাদার আমি’। কুলপির সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘দেবো না, দেবো না, বিজেপিকে একটা ভোট দেবো না। বাংলা মা-কে রক্ষা করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো। এটাই আপনাদের শপথ হোক। জয় হিন্দ, জয় বাংলা’।
এদিনের সভা থেকে মোদী-শাহকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘মোদী বড় মিথ্যাবাদী। অমিত শাহ এর বড় হাঁ। শুধু দাঙ্গা করবে। আমি সব সম্প্রদায়ের তরফে প্রার্থনা করে যাই। ওরা একদিন আসবে, আগুন জ্বালাবে, ভোট নেবে, পালিয়ে যাবে। কিন্তু আপনারা ৩৬৫ দিন আমাকে পাহারাদার পাবেন’।
ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, ‘দিল্লীর ইঞ্জিন জিরো হয়ে গেছে, ওরা নাকি বাংলা চালাবে। এখনো কৃষকরা সিঙঘুতে বসে আছে। কয়েকদিন পর ব্যাঙ্কের টাকা পাবেন না। বীমা বেসরকারি করে দিয়েছে। সব বিক্রি করে দিয়েছে। হঠাৎ একদিন বলবে, নোট নোটবন্দীর মত, ব্যাঙ্ক বন্ধ, তোমার টাকা তুমি পাবে না। ভোটের সময় টাকা দিয়ে আপনার মাথা খারাপ করে দেবে’।
রাজ্যের উন্নয়নের খতিয়ান দিয়ে মমতা বলেন, ‘সব কাজ দিদি করছে। বিজেপিকে ভোট দেবে কেন? আগামীদিনে আমাদের সরকার জিতলে বিনা পয়সায় রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেব। বিজেপি আসলে সব প্রকল্প উঠিয়ে দেবে। মা-বোনেদের হাত খরচা দিব ৫০০ থেকে হাজার টাকা। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার চিন্তা মা-বাবাকে করতে হবে না। ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো। এর জন্য জামিনদারি লাগবেনা। কৃষক বন্ধুর টাকা ৬ হাজার টাকা থেকে দশ হাজার টাকা হবে’।