উলুবেড়িয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বাগনানের পূর্ণালে তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের সমর্থনে নির্বাচনী জনসভায় এসে ফিরহাদ হাকিম বলেন, “আসার পথে দেখলাম বিজেপির বন্ধুরা পতাকা হাতে ট্রাক, গাড়িতে উঠছেন আর জয় শ্রী রাম। প্রধানমন্ত্রী আম্ফানের পর বাংলায় হেলিকপ্টারে এসে ঘুরে মাত্র এক হাজার কোটি টাকা দিয়ে চলে যান।”
পাশাপাশি তিনি জানান, “আর তার দেখা মেলেনি। আবার নির্বাচন আসতেই তাঁর প্রায়শই দেখা মিলছে। আরও তো অন্যান্য রাজ্যে ভোট চলছে, কিন্তু বাংলাতেই কেন? আসলে বাংলা জয় অসম্পূর্ণ থাকলে ভারত জয় সম্পূর্ণ হবে না। তাই বাংলা জয় করতে রোজ রোজ হেলিকপ্টার উড়িয়ে আসছেন।” তিনি আরও বলেন, “বাংলার মানুষ বিজেপিকে চায়না। সব বেচে দিচ্ছে। ব্যাঙ্ক, রেল, এয়ারপোর্ট সবই বেচে দিয়েছে। বাংলার মানুষ তার নিজের মেয়ে মমতাকেই চান।”
এদিন বিজেপির পাশাপাশি, সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফকেও এক হাত নেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, “সিপিআইএম ও কংগ্রেস ল্যাংড়া, একটা করে পা নেই। তাই দু’জন একসাথে হয়েছে। আর ভাইজান বলতে আমরা সলমন খানকেই জানতাম। এখন আবার কোথা থেকে জুড়ে বসেছে।” এদিনের সভায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে গ্রামীণ হাওড়ার বিজেপি প্রার্থীদের সমর্থনে উলুবেড়িয়া উত্তর বিধানসভার মধুবাটি গ্রামে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী।