গত বছর হাথরসে গণধর্ষণের শিকার হওয়া দলিত নির্যাতিতার মৃত্যু পর থেকেই প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী সুরক্ষা। কিন্তু তাতেও থেমে না থেকে প্রায় প্রতিদিনই সেখানে নারী নির্যাতন, গণধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। কোথাও নিতান্তই শিশুকন্যা তো কখনও আবার একেবারে বৃদ্ধাকে যৌন লালসার শিকার হতে হয়েছে। এবার ফের লজ্জা উত্তরপ্রদেশে। শুক্রবার সে রাজ্যের মিরাটে টিউশন থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হতে হয় এক দশম শ্রেণীর ছাত্রীকে। বাড়ি ফিরেই আত্মহত্যা করে সেই তরুণী।
স্থানীয় পুলিশের মতে চার তরুণ এই ঘটনার সাথে যুক্ত। তরুণীর সুইসাইড নোটের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। সুইসাইড নোটে ওই তরুণী চার জনের নাম লিখেছে, তাদের মধ্যে লক্ষণ এবং বিকাশকে পাশের গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে, বাকি দুজন পলাতক। বাড়িতে ফিরে তরুণী তার সাথে হওয়া অন্যায়ের কথা পরিবারকে জানায়। তারপরে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। বাংলায় ভোট প্রচারে যখন মত্ত যোগী, তখন এই ঘটনা আরো একবার প্রশ্নের মুখে পড়ল তাঁর রাজ্যের নারী সুরক্ষা।