শনিবার সকাল থেকেই বিতর্কের মুখে পড়েছিলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, “এই, এদিকে আয় বাবা বিজেপি। ঘরে সবার কিন্তু মা-বোন আছে। ভোটটা ভেবে দিবি।” সেই মন্তব্যের জেরে তুমুল বিতর্ক শুরু হয়। এবার নয়া একটি ভিডিও পোস্ট করে নিজের কথা জানালেন কৌশানী।
ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের একটি ভিডিওয় কৌশানীকে বলতে শোনা যায়, “এই, এদিকে আয় বাবা বিজেপি। ঘরে সবার কিন্তু মা-বোন আছে। ভোটটা ভেবে দিবি।” স্বভাবতই বিতর্ক তৈরি হয়। ভোটের আগে নয়া হাতিয়ার পেয়ে ময়দানে নামে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ধেয়ে আসে। ভাইরাল ভিডিয়ো নিজের ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী তথা বাম সমর্থক শ্রীলেখা মিত্র লেখেন, “উন্নয়নের ভাষা। জয় বাংলা। সত্যি কথা বলতে এরকম সাংঘাতিক হুমকিতে আমি হতবাক। ওঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর জন্য সবাইকে আর্জি জানাব।”
বিতর্কে জল ঢেলে শনিবার সন্ধ্যায় একটি ভিডিও শেয়ার করেন কৌশানী। সঙ্গে লেখেন, “গতকাল আমার একটি ভিডিও প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন বিরোধী দলের কিছু বন্ধুরা। আমি বলেছিলাম ভোটটা দেখে দেবেন , সবার বাড়িতে মা-বোন আছেন। সত্যি নারী সুরক্ষার জন্য আবার দিদিকেই পুনরায় তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন। আসল ভিডিওটি রইল আপনাদের জন্য। জয় বাংলা।” কৌশানীর শেয়ার করা ২২ সেকেন্ডের ভিডিয়োয় কৌশানীকে বলতে শোনা যায়, “বল, দেখো, এই ইয়ং ছেলেগুলো, এদিকে আয় বাবা বিজেপি। ঘরে সবার কিন্তু মা-বোন আছে। ভোটটা ভেবে দিবি। মা-বোনেদের সুরক্ষার কথা ভেবে দিবি। দিদি না থাকলে মা-বোনেরা সুরক্ষিত নয় বাংলায়।”