রাজস্থানে আলওয়ারে কৃষক নেতা রাকেশ টিকায়েতের কনভয়ে হামলার অভিযোগ। ইট পাথর ছুঁড়ে কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি ছাত্র নেতাকে। ঘটনার নিন্দা করেছে বিরোধী দলগুলি।
রাজস্থানের বনসুরে এক কৃষক সভায় যোগ দিতে যাচ্ছিলেন রাকেশ টিকায়েত। মাঝপথে তারতারপুরের কাছে এক দল লোক কনভয় লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করে। পাথরে টিকায়েতের গাড়ির কাঁচ ভাঙে। এমনকী কিছু দুষ্কৃতী টিকায়েতকে উদ্দেশ্য করে কালিও ছোঁড়ে বলে অভিযোগ। তবে কনভয়ে থাকা পুলিশ টিকায়েতকে নিরাপদে সেখান থেকে বার করে নিয়ে যায়।
এই হামলার ঘটনা নিয়ে টিকায়েত তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি এই হামলার পিছনে সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন। আর টিকায়েতের পোস্টে সোশ্যাল মিডিয়া ব্যবহাকারীরা ঘটনার নিন্দা করে ক্ষোভ উগরে দিয়েছে। এমনকী রাজস্থানের বিরোধী দলের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলওয়ারের মৎস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কুলদীপ যাদব-সহ ৪ জনকে গ্রেফতার করেছে। পরে কৃষক সভায় মঞ্চ থেকে হামলার ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন টিকায়েত। তিনি বলেন পাঞ্জাব এবং হরিয়ানায় বিজেপির যা অবস্থা হয়েছে রাজস্থানেও তাই হবে।