পরপর নির্বাচনী প্রচার করছেন মমতা। তৃতীয় দফার আসনগুলিকে পাখির চোখ করে লাগাতার প্রচার চালাচ্ছেন তিনি। প্রত্যেক প্রচারেই আক্রমণের কেন্দ্রবিন্দু বিজেপি। কুলপির সভায় এদিন নাম না করে মোদীকে তোপ দাগেন মমতা। বলেন, বাংলাদেশ ঘুরে এলেন, গুন্ডা আমদানি করতে গেছে। ওখান থেকেও নিশ্চয়ই কিছু নিয়ে আসবেন। একসঙ্গে মোদী-শাহকে আক্রমণ করে এদিন বলেন, মোদী বড় মিথ্যেবাদী, অমিত শাহের বড় হাঁ, শুধু দাঙ্গা করে বেড়ায়।
মমতা বলেন, বিজেপি দু’দিন বাদে ব্যাঙ্ক বন্ধ করে দেবে, সাধারণ মানুষ আর তাদের টাকা পাবে না। রেল বিক্রি করে দিয়েছে, সব কিছু বিক্রি করে দিচ্ছে। আর ভোট আসলেই সময় পাঁচশো টাকা দিচ্ছে। নির্বাচনের আগে পায়ে চোট করে দিয়েছে। যাতে তিনি প্রচারে যেতে না পারেন বলেও এদিন দাবি করেন মমতা। পাশাপাশি কুলপির সভায় ভাষণে ফের বহিরাগত ইস্যু নিয়ে তোপ দেগেছেন মমতা। তাঁর অভিযোগ, নন্দীগ্রামে বহিরাগতরা বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ও সন্তানকে কিডন্যাপ করার হুমকি দিয়েছিল।
এদিনের সভায় তৃণমূল নেত্রী বলেন, মাঝে মাঝে ঘৃণা হয়, কোন বাংলায় আছি? লজ্জা করে না ৫০০ টাকা নিয়ে বিজেপির মিটিং শুনতে যাব? বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ওদের হাত রক্তে রাঙা। চোখ দিয়ে রক্ত বেরোয়। পাশাপাশি রাজ্যে ফের তৃণমূলই ক্ষমতায় আসবে বলে এদিন দাবি করেন তিনি।