গেরুয়া শিবিরের অন্দরে আদি বনাম নব্য দ্বন্দ্ব নতুন নয়। তবে বিধানসভা ভোটের কালে চরম আকার ধারণ করেছে তা। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে প্রায় রোজদিনই প্রকাশ্যে এসে পড়ছে বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার যেমন টিকিট না পেয়ে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে চলেছেন বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। মঙ্গলবার বোলপুরে মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। যেহেতু সরকারিভাবে এখনও বিজেপিতেই রয়েছেন মনিরুল। তাই সত্ত্বেও দলীয় প্রার্থীকে সমর্থন না করে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের দামামা বাজতেই ভোটযুদ্ধে নেমে পড়েছিলেন লাভপুরের বিধায়ক মনিরুল। ছেলে আসিফ ইসলামকে নিয়ে বোলপুরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, লাভপুর কেন্দ্রে বিজেপি যাকেই প্রার্থী করুক, তাঁকেই ভোটে জেতানো হবে তাঁর লক্ষ্য। সে সময় হাই কোর্টের নির্দেশে মনিরুলের লাভপুর থানায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তাই বিজেপির হয়ে প্রচার শুরু করেছিলেন আহমেদপুর থেকে। বিজেপির একাংশের দাবি, লাভপুর আসনে মনিরুল এবার নিজে প্রার্থী না হয়ে ছেলে আসিফ ইসলামকে প্রার্থী করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বজিৎ মণ্ডলকে টিকিট দেয়।
এর পরেই নির্দল হয়ে লাভপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। এদিকে এবার বিধানসভা ভোটে বীরভূমের যে আসন গুলিতে তৃণমূল নিশ্চিত জয় দেখছে, লাভপুর তার মধ্যে অন্যতম। কারণ, এই আসনে লড়াই করছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ। গত এক বছরের বেশি সময় ধরে তিনি বোলপুর ছেড়ে লাভপুরে রয়েছেন। বিধানসভা এলাকাতে উন্নয়নের কাজ তিনি নিজে দেখছেন। ভোট প্রচারও চলছে জোরকদমে। আর এই পরিস্থিতি লাভপুর ছেড়ে যাওয়া বিজেপি নেতা মনিরুল ইসলাম আবার লাভপুরে ফিরতে চাইছেন। আর এর ফলে আরও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।