মাস খানেক ধরেই উর্ধ্বমুখী দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল ৮১ হাজার ছাড়ানোর পর এবার ফের এক লম্বা লাফ দিয়ে প্রায় ৯০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল তা। এই আক্রান্তের সংখ্যাটা চলতি বছরের তো বটেই, গত ৬-৭ মাসের মধ্যেই সর্বোচ্চ। আবার গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে ৭০০-র বেশি মানুষের। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। এর ফলে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০।
অন্যদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৬৪ হাজার ১১০ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। দৈনিক মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৭১৪ জন। যদিও প্রথম থেকেই ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২০২ জন। আর এর ফলে মোট ১ কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ২৪১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। এদিকে দৈনিক আক্রান্তের মতোই ফের বেড়েছে অ্যাকটিভ কেসও। গত ২৪ ঘন্টায় সাড়ে ৭৪ হাজারের বেশি বেড়েছে তা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৪ হাজার ০৫৫।