এবার শিয়রে তৃতীয় দফা। আজ রায়দিঘিতে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো। সভার শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেন মমতা। বিজেপি ধর্মের রাজনীতি করছে বলে এদিন অভিযোগ করেন তিনি। আইএসএফ-বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, ‘হায়দ্রাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। আর ফুরফুরা শরিফের এক চ্যাঙড়াকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে ধর্মীয় স্লোগান দিচ্ছে। আর হিন্দু-মুসলমানে ভাগাভাগির চেষ্টা করছে। মুসলমানের ভোটটাকেও ভাগাভাগির চেষ্টা করছে।’
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, বিজেপি পুলিশের ড্রেস পড়িয়ে ফেক পুলিশ নিয়ে গ্রামের লোককে ভয় দেখাচ্ছে। ২০২৪ সালে বারাণসী কেন্দ্রে মমতা বনাম মোদি দ্বৈরথ দেখা যেতে পারে সাম্প্রতিক ঘটনার জেরে রাজনৈতিক মহলে এমন জল্পনা চরমে। এদিন সেই জল্পনা উস্কে দিয়ে তিনি বলেন, বাংলা ওদের খালি করলেই দেশ ওদের খালি করে দেবে। তারপরই বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে তিনি বলেন,‘বিজেপি গেট লস্ট, ওরা পচা।’
বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট করানোর অভিযোগ করে মমতা বলেন, ওদের বলবেন আগে গ্যাস ফ্রি দাও তারপর ভোট দেব। পাশাপাশি মন্তব্য করেন, বিজেপির মতো নচ্ছার, দানব পার্টি আর নেই। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, ক্যাশ দিলে অ্যাশ করে দিন। যাই হয়ে যাক ভোট দেবেন তৃণমূলে বলেও দাবি করেন মমতা।