প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকে হুমকি দেওয়ার অভিযোগে ৪৮ ঘণ্টার জন্য ভোট প্রচার করতে পারবেন না আসাম বিজেপির দাপুটে নেতা তথা মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। শুক্রবার এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশ মধ্যরাত থেকে কার্যকর হবে। অসমে তৃতীয় তথা শেষ দফার ভোট হবে ৬ এপ্রিল। অর্থাৎ কমিশনের এই নির্দেশের ফলে হিমন্ত আর এই ভোটে প্রচারেই নামতেই পারবেন না।
আসামের অর্থ তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের উপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তিনি বিরোধী দলের নেতাকে জেলে ঢুকিয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন। যার জেরে তাঁকে ব্যান করেছে কমিশন। আসামে জোট বেঁধে নির্বাচনে লড়ছে কংগ্রেস ও বরোল্যান্ড পিপলস ফ্রন্ট। ওই দলেরই নেতা হাগরামা মহিলারিকে হেমন্ত হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ–কে কাজে লাগিয়ে জেলে পাঠাবেন বিরোধী এই নেতাকে। এই মন্তব্যের কারণেই তাঁর প্রচারে দু’দিনের জন্য নিষিদ্ধ করেছে কমিশন।
উল্লেখ্য, নির্বাচন মিটে গেলেই হাগরামার বিরুদ্ধে মামলার তদন্ত হবে বলেও হুমকি দেন বিজেপির এই দাপুটে নেতা। এই হুমকির প্রেক্ষিতেই বিজেপির হেভিওয়েট নেতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। এই অবস্থায় আসাম বিজেপির প্রধান তারকা প্রার্থীর উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বেশ কিছুটা ধাক্কা খেয়েছে বিজেপি। কারণ আগামী ৪ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও তখন আর প্রচার করতে পারবেন না হেমন্ত।