বিকাশ নয়। তিনি প্রধানমন্ত্রী হলে চাকরিকেন্দ্রিক অর্থনীতির দিকেই বেশি নজর দিতেন। এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী।
হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক নিকোলাস বার্নসের সঙ্গে একটি অনলাইন আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, যদি প্রধানমন্ত্রী হতেন তা হলে তাঁর প্রধান লক্ষ্য কী হত? উত্তরে রাহুল বলেন, ‘আমি বিকাশ কেন্দ্রিক অর্থনীতির তুলনায় চাকরি কেন্দ্রিক অর্থনীতির দিকে বেশি নজর দিতাম। আমাদের বিকাশ প্রয়োজন। কিন্তু আমরা চাকরি তৈরি করা ও উৎপাদন বাড়ানোর দিকেই বেশি নজর দিতাম’।
বর্তমান সরকার তরুণ প্রজন্মের চাকরির জন্য কিছু করছে না বলেও অভিযোগ করেছেন রাহুল। তিনি বলেন, ‘যদি বর্তমান সময়ে আমাদের বিকাশ ও চাকরির বাজারের দিকে লক্ষ্য করা যায় তা হলে দেখা যাবে দুটোর মধ্যে কোনও সম্পর্ক নেই। চীনের নেতাদের দেখুন। কোনও চীনা নেতাকে দেখবেন না তাঁরা বলছেন তাঁদের দেশে চাকরি সংক্রান্ত সমস্যা রয়েছে। ৯ শতাংশ আর্থিক বিকাশ নিয়ে আমি কিছু করতে পারব না, যদি না আমি চাকরির বাজার তৈরি করতে পারি’।
এই আলোচনাসভাতেই রাহুল অভিযোগ করেন, ভারতের গণতান্ত্রিক কাঠামো বর্তমান সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে। গণতন্ত্রে সব রাজনৈতিক দলের সমান অধিকার থাকা উচিত। সেটাই এখন হচ্ছে না দাবি করেছেন তিনি। রাহুল বলেন, ‘আসামে আমাদের নির্বাচনী প্রচার যে নেতা পরিচালনা করছেন তিনি আমাকে ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী নিজের গাড়িতে ইভিএম মেশিন নিয়ে ঘুরছেন। আমাদের নেতা চিৎকার করে সবাইকে এটা দেখানোর চেষ্টা করছেন। কিন্তু সংবাদমাধ্যমে তার বিশেষ কিছুই দেখানো হচ্ছে না।’