এবার নাম না করে আব্বাস সিদ্দিকি এবং আসাউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রায়দিঘির সভা থেকে তিনি বলেন, ‘হায়দ্রাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। সঙ্গে নিয়েছে ফুরফুরার এক চ্যাংড়াকে। ওরা কয়েক কোটি টাকা খরচ করে মুসলিম ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে। ওদের একটাও ভোট নয়। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।’
প্রসঙ্গত, এবারের ভোটে আব্বাসকে গুরুত্ব দিচ্ছিলেন না তৃণমূলের অনেকেই। তাঁদের ধারণা ছিল, ফুরফুরা শরিফের এই পীরজাদা কোনও প্রভাব ফেলতে পারবেন না। কিন্তু সংযুক্ত মোর্চার ব্যানারে আব্বাস যে সব সভা করছেন, তাতে সংখ্যালঘুদের ভিড় ক্রমশই বাড়ছে। আর এই পরিস্থিতিতে এবার কড়া ভাষায় আব্বাসের সমালোচনা করলেন মমতা। দক্ষিণ চব্বিশ পরগনার অঞ্চলের পর অঞ্চল, ব্লকের পর ব্লকে সংখ্যালঘুরাই তৃণমূলের ভোট বাক্সের মূল ভিত্তি বলে অনেকে মনে করেন। সেই ভিত শক্ত ভাবে ধরে রাখতেই এবার নিজেই আসরে নামলেন তৃণমূল নেত্রী।