গত আইপিএল মরসুমের মাঝেই কেকেআরের নয়া অধিনায়ক হিসেবে নিযুক্ত হন অইন মর্গ্যান। তিনি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক। তবে টেস্ট ক্রিকেটকে সবসময় গুরুত্ব দেন মর্গ্যান। ক্রিকেটের স্বাস্থ্য ঠিক রাখতে টেস্ট ক্রিকেটে তরুণদের আগ্রহ দরকার, এমনই মত তাঁর। শুভমন গিল, স্যাম কারেনদের মধ্যে সেটাই দেখতে পেয়েছেন নাইট অধিনায়ক।
আগামী ৯ই এপ্রিল থেকে শুরু আইপিএল। মর্গ্যান বলেন, “ক্রিকেট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা বোঝা যায় তরুণদের দেখে। আমাদের স্যাম, ভারতের শুভমন টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু করেছে। এটাই প্রয়োজন।” ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছেন মর্গ্যান। তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কেকেআর দলেরও বড় ভরসা তিনি।
মর্গ্যান জানান, “একটা বয়স অবধি সব ধরনের ক্রিকেট খেলা উচিত। আমি সব সময় টেস্ট ক্রিকেট খেলতে চাইতাম। সাদা বলে ভাল খেলি, কিন্তু তাই বলে টেস্ট ক্রিকেটে খেলব না এমনটা চাইনি কোনও দিন।” কেকেআর অধিনায়ক আরও বলেন, “টি-টোয়েন্টি হচ্ছে ঝকঝকে জিনিস। ছোটদের আকর্ষণ করে সেটা। একদিনের ক্রিকেটের আলাদা ধরন আছে। ক্রিকেটের সব কিছু একদিনে ঘটতে পারে। টেস্ট ক্রিকেট হল আধিপত্যের, খ্যাতির, আভিজাত্যের।”