দ্বিতীয় দফার নির্বাচনের পরদিনই, আজ ম্যারাথন ভোট প্রচারে নেমেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথমে কুলতলি, তার পরে বারুইপুরে প্রচার করেন তিনি। সভার প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক। ফের একবার দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে একেবারে রাজ্য থেকে বিতাড়িত করার ডাক দেন অভিষেক।
সভায় উপস্থিত থাকা মহিলাদের উদ্দেশ্যে প্রশ্ন করে অভিষেক জানতে চান, “আপনারা কি চান, বাংলার মেয়ে দিল্লীর কাছে মাথা নত করুক, নাকি চান ভাঙা পায়ে দিল্লীর কাছ থেকে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে আসুক?” তিন দফায় দক্ষিণ ২৪ পরগনায় ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কুলতলিতে তৃণমূল সর্বোচ্চ ব্যবধানে জিতবে। পাশাপাশি অভিষেকের দাবি, “আগামী নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তারপর থেকে দিদির সরকার বাড়ির দুয়ারে রেশন দিয়ে যাবে।”
এরপর উপস্থিত থাকা সাধারণ মানুষের কাছে অভিষেক প্রশ্ন করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গিয়ে বিজেপি দিল্লী ছাড়া হবে। উম্পুনের সময় কোথায় ছিল? এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। একদিকে বহিরাগত নেতা, বলছে সুযোগ দিন কাজ করব। আরেকদিকে বাংলার মেয়ে ১০ বছরে কী করেছে তা বাংলার মানুষ জানে। ধর্মীয় উস্কানি না দিয়ে, আগামী দিনে কী করবেন সাহস থাকলে সেটা বলুন।” এদিন ফের একবার সোনার বাংলা করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। কেন সোনার গুজরাত, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা হয়নি, তা নিয়ে প্রশ্ন করেন তিনি।