গোটা সকাল কার্যত ঘরে বসেই ভোট পরিচালনা করছেন তৃণমূল নেত্রী। মমতার পক্ষে এ ছবি অবশ্য নতুন কিছু নয়। সাধারণত ভোটের দিন বেশিরভাগ সময় বাড়িতে বসে নজরদারি চালাতেই স্বচ্ছন্দ তৃণমূল সুপ্রিমো। তবে দুপুরের দিকে বেরলেন রেয়াপাড়ার বাড়ি থেকে।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, বাইরে না বেরলেও সকাল থেকে ভোটের প্রতিটি মুহূর্তে নজর রেখেছেন তিনি। রেয়াপাড়ায় নিজের ভাড়াবাড়িতে বসেই কার্যত ভোট পরিচালনা করছেন। বুথে বুথে তৃণমূল কর্মীদের যা যা দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেসব পালন করছেন কিনা, কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, সবটা ঘরে বসে ফোনের মাধ্যমেই নজরে রেখেছেন তৃণমূলনেত্রী। দলের কর্মীদের যা যা নির্দেশ দেওয়ার দিয়েছেন রেয়াপাড়ার ঘরে বসেই।
সূত্রের খবর, বেশ ভাল মুডেই আছেন মুখ্যমন্ত্রী। দুপুর একটার পর প্রথমবার বুথের বাইরে বেরতে দেখা যায় তাঁকে। শোনা যাচ্ছে, সোনাচুড়া, বয়াল, গোকুলনগরে বুথ পরিদর্শন করবেন তিনি। মমতার আরও একটি সিদ্ধান্ত চমকপ্রদ। আগে ঠিক ছিল, আজ ভোট মিটলে সন্ধ্যাবেলায় কলকাতা ফিরবেন তিনি। সেই মতো কর্মসূচিও সাজানো রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী আজ নন্দীগ্রামেই থাকবেন। ইভিএম স্ট্রংরুমে না যাওয়া পর্যন্ত নন্দীগ্রাম ছাড়তে চান না তিনি। আসলে ভোটের পরও দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে চান মমতা।