বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন শুরুর আগেই রক্ত ঝরল। ভোটের আগের রাতেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। সেখানের দাদপুর গ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।বুধবার রাতে উত্তম দলুই নামের ওই তৃণমূল কর্মীর পেটে ছুরির কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে কেশপুর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার রিপোর্টও তলব করেছে কমিশন। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা রক্ষীতে।
প্রসঙ্গত, গতকাল রাতে কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের দাদপুর গ্রামের হরিহরচক বুথে নিজের বাড়িতে খাবার খাচ্ছিলেন উত্তম দলুই। অভিযোগ, সেসময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। ছুরি নিয়ে পেটে আঘাত করে। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার গভীর রাতে উত্তমের মৃত্যু হয়। ঘটনায় প্রত্যাশিতভাবেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। গোটা এলাকা থমথম করছে। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার আমতলি অঞ্চলে ১১১ বুথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আহত হয়েছেন বেশ কয়েকজন।