গত কয়েক মাসে দেশে ফের বৃদ্ধি পেয়েছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। খেলার মাঠও এই ভাইরাসের রোষ থেকে বাঁচছে না। উদ্বেগ বাড়িয়ে সাইয়ে অনুশীলনরত ৩০জন খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। পাটিয়ালা এবং বেঙ্গালুরুতে অনুশীলনরত ছিলেন তাঁরা। তবে টোকিও অলিম্পিক্সের জন্য ছাড়পত্র পাওয়া কেউ এই তালিকায় নেই বলে সাই কর্তৃপক্ষ জানিয়েছেন।
সতর্কতার জন্য মোট ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। ভারতের পুরুষদের বক্সিং কোচ সি এ কুটাপ্পা এবং শটপাট কোচ মোহিন্দর সিংহের করোনা ধরা পড়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর মিলেছে। সাই থেকে এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে, পাটিয়ালায় ৩১৩ জন এবং বেঙ্গালুরুতে ৪২৮ জনের করোনা পরীক্ষা হয়েছিল। পাটিয়ালায় ২৬ জনের ফল ‘পজিটিভ’ এসেছে। বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা চার।
সাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অলিম্পিক্সে যারা যাবে, তাদের সুরক্ষার কথা ভেবে এই দুই কেন্দ্রে করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্টে দেখা গিয়েছে, টোকিও যাত্রীদের কেউ করোনায় আক্রান্ত নন।’’ জানা গিয়েছে, পাটিয়ালায় আক্রান্ত ২৬ জনের মধ্যে ১৬ জন খেলোয়াড়। বাকিরা কোচ বা বিশেষজ্ঞ। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১০ জন বক্সার, ছ’জন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। বেঙ্গালুরুতে আক্রান্তদের মধ্যে এক জন কোচ আছেন বলে জানা গিয়েছে।