বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে রাজ্যের ৩০টি আসনে। যার মধ্যে রয়েছে চণ্ডীপুর কেন্দ্রও। এদিন সকালে সেখানে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী বুথ পরিদর্শনে বেরলে তাঁকে উত্যক্ত করতে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হল। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুরের মহম্মদপুর ১ নম্বর ব্লকে।
প্রসঙ্গত, সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থী সোহম। বেলা ন’টা নাগাদ মহম্মদপুর ১ নম্বর ব্লকে পৌঁছান। অভিযোগ, বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা। প্রথমে কোনও প্রতিক্রিয়া দেননি সোহম। বুথের পরিস্থিতি দেখে নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি। স্লোগান দিতে দিতে বিজেপি সমর্থকরাও সেখানে পৌঁছে যান।
গাড়ির খুব কাছে তাঁরা চলে এলে সোহমের নিরাপত্তারক্ষীরা তাদের দূরে সরে যেতে বলেন। তখনই গাড়ি থেকে নেমে পড়েন সোহম। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান তৃণমূল প্রার্থী। জওয়ানরা থাকা সত্ত্বেও এভাবে জটলা করে কীভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সম্ভব? প্রশ্ন তোলেন তারকা। এরপরই সক্রিয় হন জওয়ানরা। জটলা ভেঙে বিজেপি সমর্থকদের নির্দিষ্ট দূরত্বে থাকতে বলেন।