আগামী ৬ এপ্রিল আসামে বিধানসভা নির্বাচন। তার আগেও বোরোল্যান্ড পিপলস পার্টির নেতা হাগরামা মহিলারিকে হুমকি দেওয়ার অভিযোগে আসামের বিজেপি নেতা তথা মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে নোটিস পাঠালো নির্বাচন কমিশন। নোটিস জারি করে নির্বাচন কমিশনের সচিব অজয় কুমার ভার্মা আজ জানিয়েছেন, নির্বাচন চলাকালীন কাউকে হুমকি দেওয়া আদর্শ আচরণবিধির পরিপন্থী। তাই বিষয়টি নিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে জবাব দিতে হবে হেমন্ত বিশ্বশর্মাকে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ৩০ মার্চ কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নোটিস জারি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, আসামের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা প্রকাশ্যে হুমকি দেন, জাতীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করে জেলে পাঠানো হবে হাগরামা মহিলারিকে। এই খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস ফের অভিযোগ তুলেছে, হেমন্ত বিশ্বশর্মা এই হুমকির পাশাপাশি রাজ্যের ভোটারদেরও প্রভাবিত করছেন, যাতে কংগ্রেসকে ভোট দেওয়া না হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে হেমন্ত বিশ্বশর্মার পুরো বক্তব্য সামনে নিয়ে আসা হয়। যে অভিযোগ করা হযেছিল তার ভিত্তিতেই হেমন্তের বক্তব্য সামনে নিয়ে আসা হয়। এই বিষয়ে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, যে অভিযোগ করা হয়েছে তার প্রেক্ষিতে ২, ৪ ও ১ ধারায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। এই নিয়ে এখন ভোটের বাজারে জোর শোরগোল পড়ে গিয়েছে আসামে। কারণ, সরাসরি এক মন্ত্রীর পক্ষ থেকে আরেক রাজনৈতিক ব্যক্তিত্বকে হুমকি দেওয়া নজিরবিহীন ঘটনা।