ভোটের মুখে প্রতিপক্ষ মুকুল রায়কে ফের কটাক্ষ করলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। অভিনেত্রীর দাবি, তাঁর জনসমর্থন দেখে থমকে গিয়েছেন মুকুল। বুধবার মনোনয়নপত্র জমা দেন কৌশানী। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, “আমার জনসমর্থন দেখে বিজেপির প্রার্থী ঘরে ঢুকে পড়েছেন।” ওই অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থীর দাবি, “উনি (মুকুল রায়) নিজেকে শক্তিশালী মনে করলেও কৃষ্ণনগরের মানুষ আমাকে শক্তিশালী বলে মনে করছেন।”
পাশাপাশি কৌশানী জানিয়েছেন, “যে ভাবে কৃষ্ণনগরবাসী সাড়া দিচ্ছেন আশা করছি তাঁরা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন।” জোর গলায় কৌশানীর দাবি, “আমি ধুলোবালি মেখে ঘুরতে এসেছি। রাস্তায় রাস্তায় হাঁটছি। ১৫ দিনের বেশি হয়ে গেল। এখন আমি কৃষ্ণনগরের প্রতিটা মানুষের মুখ চিনে গিয়েছি।” উল্লেখ্য ২০০১ সালে শেষ বার ভোটে লড়েছিলেন মুকুল। সেই নির্বাচনের ফল তাঁর কাছে সুখকর ছিল না। ২০ বছর পর পের ভোট যুদ্ধে নেমেছেন তিনি। ফল কী হয়, দেখার জন্য মুখিয়ে আমজনতা।