২০১১ সাল থেকেই রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তৃণমূলের দখলে। কিন্তু এই বিধানসভা নির্বাচনে বদলাতে পারে ছবিটা। কারণ ইতিমধ্যেই নয়া দল গঠন করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। তাঁর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং এর পাশাপাশি আসাউদ্দিন ওয়েইসির মিম একটা বড় অংশের সংখ্যালঘু ভোট কাটবে বলেই মনে করা হচ্ছে। আর সেই লাভের গুড় খাবে বিজেপি। এই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোটের কাটাকাটি আটকাতে নিজেই আর্জি জানালেন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার গোঘাটের জনসভায় মমতা বলেন, ‘সংখ্যালঘুরা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করবেন না। হায়দ্রাবাদ থেকে একটা বিজেপির দালাল (মিম) এসেছে। আর ওই দালালদের মধ্যে ফুরফুরা শরিফের সবাই নয়, একটা ছেলে টাকা নিয়ে বসে আছে বিজেপির থেকে। গদ্দার, গদ্দার, বড় বড় গদ্দার। এই গদ্দারদের ভোট দিয়ে নিজেদের ভোট ভাগাভাগি করবেন না।’
প্রসঙ্গত, মোটের ওপর রাজ্যের ৩০ শতাংশ (২০১১ সালের জনসংখ্যা পরবর্তী হিসেব অনুযায়ী) মুসলিম ভোটব্যাঙ্কে এতদিন তৃণমূলের আধিপত্য ছিল। কিন্তু ভোটের আকাশে আইএসএফ এবং মিমের উদয়ে সেই অঙ্কটা পালটে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, রাজ্যের কয়েকটি প্রান্তে বেশ ভাল মতো ভোট টানতে পারে আইএসএফ। মিমও কিছু ভোট কাটতে পারে। এই দুই দলের ভোটব্যাঙ্ক যত মজবুত হবে, তত তৃণমূলের ভোট কমবে। আর ভোট কাটাকুটির অঙ্কে ফায়দা তুলবে বিজেপি। তাই সেই ভোট কাটাকুটি রুখতেই এবার মাঠে নামলেন খোদ মমতা।