প্রচারে নামলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার প্রচারের শেষদিন খড়গপুরে রেলমন্ত্রীকে নির্বাচনী প্রচারে নামাল বিজেপি। রেল শহরে রেলকর্মীরাই ছিলেন তাঁর টার্গেট। সেই লক্ষ্যে রেলের একটি হলে রেলকর্মীদের ডেকে তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বস্তি এলাকায় বড় বাড়ি তৈরি করে পুনর্বাসনেরও প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। কী কী কাজ হচ্ছে, তারও ফিরিস্তি দেন তিনি। নির্বাচনের মুখে এভাবে প্রতিশ্রুতি দেওয়ায় রেলমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল।
প্রসঙ্গত, ২০১৬-এর বিধানসভা নির্বাচনেও তৎকালীন রেলমন্ত্রীকে এনে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রায় ছ’হাজার ভোটে জয়ী হয়েছিলেন। পরে উপনির্বাচনে অবশ্য বিজেপি প্রার্থী আর জিততে পারেননি। জয় ছিনিয়ে নেয় তৃণমূল। এবারও গত বিধানসভা নির্বাচনের মতোই রেলকর্মীদের ভোটের দিকে তাকিয়ে রেলমন্ত্রীকে প্রচারে নামানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এপ্রসঙ্গে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, “রেলমন্ত্রী ভোটের আগে এসে যেভাবে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, তা নির্বাচনী বিধিভঙ্গের সমান। গত নির্বাচনেও রেলমন্ত্রীকে এনে একইভাবে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেইসব প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবারও ভোটারদের প্রলোভিত করা হল। কিন্তু এতে কোনও লাভ হবে না। রেলমন্ত্রী বিধি ভাঙলেও কিছু করার নেই। কারণ কমিশনে অভিযোগ জানিয়ে কোনও লাভ হবে না।”