ফের পুরোনো দলের কর্মীদের রোষের মুখে পড়লেন জিতেন্দ্র তিওয়ারি। এবার নিজের বিধানসভা এলাকায় ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। প্রচারে বেরিয়ে শুনলেন ‘গো ব্যাক’ স্লোগান। যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বিজেপি প্রার্থী। “যেমন কর্ম, তেমন ফল।” পাল্টা জবাব তৃণমূল প্রার্থীর।
প্রসঙ্গত, হোলির দিন প্রচারে বেরিয়েছিলেন জিতেন্দ্র। কিন্তু নিজের খাসতালুকেই শুনতে হল লোহা চোর, কয়লা চোরের অপবাদ। উঠল গো ব্যাক স্লোগানও বিক্ষোভের মুখে পড়লেন সদ্য তৃণমূলত্যাগী জিতেন্দ্র তিওয়ারি। সোমবার সকালে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার অন্তর্গত ইছাপুর, আমলোকা, পাটশেওড়া-সহ বিভিন্ন এলাকায় মিছিল ও রোড শো করেন জিতেন্দ্র। বিজেপি প্রার্থীর রোড শো যখন ইছাপুরে একটি তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন শাসক দলের কর্মীরা।
যদিও শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, “বিজেপিকে ধন্যবাদ আমাকে প্রার্থী করার জন্য, মানুষের প্রচুর সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি, আমারই জয় হবে৷” পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “উনি অনেক মানুষের পিঠে ছুরি মেরেছেন, যেমন করেছেন তার ফল পাচ্ছেন, আরও বিক্ষোভের সামনে পড়বেন।”