প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পরশুদিন দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে বাংলায় নির্বাচনী প্রচারে রীতিমত ঝড় তুলছেন রাজনৈতিক নেতারা। আর এদিন গোসাবায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, সেটাই কাজে করে দেখান। আগেরবারও বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দক্ষিণ ২৪ পরগণায় তৃণমূল ৩১ টি আসনের মধ্যে ৩১ টি আসনেই জয় পাবে তৃণমূল, আর বাস্তবেও সেটাই হয়েছিল। মুখ্যমন্ত্রী বিজেপির বহিরাগতদের সঙ্গে লড়াই করছেন। আর কথাও দিয়েছেন যে এই বহিরাগতদের ২ মে বাংলা ছাড়া করবেন। এবারেও তিনি কথা রাখবেন।”
আজ গোসাবায় তৃণমূলের নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের ভিড় দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে জেলার সব আসনগুলিতে। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণা জেলার মানুষদের জন্য রাজ্য সরকার এতদিন যা যা কাজ করেছেন সেই কথাও আজ বলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই জেলার প্রতিটি মানুষ রাজ্য সরকারের থেকে সমস্ত সুযোগ সুবিধা পান। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সবই ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।
তিনি বলেন, “উম্পুনের পরও তৃণমূলই পাশে ছিল দক্ষিণ ২৪ পরগণার মানুষের। কেন্দ্রীয় সরকার কোনও কাজ করে না শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। বিজেপির বহিরাগত নেতাদের বাংলা ছাড়া করবে সাধারণ মানুষ। মানুষ বিজেপিকে বিশ্বাস করে না। তাই একুশের নির্বাচনে বাংলার সব আসনে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী আমি।” রাজনৈতিক মহলের মতে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবে পরিচিত এই ডায়মন্ড হারবার। আর তাই দক্ষিণ ২৪ পরগণা জেলা দখলে রাখতে মরিয়া তৃণমূল নেতৃত্বও।