ভোটের প্রচারে দার্জিলিং গিয়েছিলেন। আর সেখানে গিয়ে রীতিমত গোর্খাদের অপমান করে বসলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। যার ফলে পাহাড়ের তিনটি আসনে প্রার্থী দেওয়ার পর এবার বিজেপির বিরুদ্ধে কড়া বিবৃতি দিল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং। তাঁদের দাবি, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে।
দার্জিলিং-এ নীরজ লাম্বা, কার্শিয়াং-এ বিষ্ণুপ্রসাদ শর্মা ও কালিম্পং-এ সুভা প্রধান। এবার বিধানসভা ভোটে পাহাড়ের তিনটি আসনে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। গতকাল কার্শিয়াং-র দলের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর দাবি, জনসভায় ভাষণ দিতে গিয়ে দার্জিলিং-র গোর্খাদের নেপাল থেকে আগত বলে উল্লেখ করেন তিনি। এমনকী, দার্জিলিং-র প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও গোর্খা জনজাতিকে ‘নেপালের মানুষ’ বলে সম্বোধন করেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েই তাঁদের তরফ থেকে জারি করা হল কড়া বিবৃতি।
এই বিবৃতিতে বিজেপি নেতাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, “আমরা এই দেশের প্রতি যথেষ্ট আন্তরিক। আমাদের গোর্খা সেনারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন”। গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর গোষ্ঠীর বক্তব্য, “ভারতীয় গোর্খা ও নেপালের গোর্খাদের পার্থক্য বোঝে না বিজেপি। বিজেপি আমাদের কিছুই দেয়নি। উল্টে এখন গোর্খাদের অপমান করছেন ওই দলের নেতারা”। দাবি একটাই, নিজের মন্তব্যের জন্য নিঃশর্তে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীকে।