সিরিজ শেষ হয়েছে ৪৮ ঘণ্টা হতে চলল। তবুও ভুবনেশ্বর কুমারকে সিরিজ সেরার পুরস্কার না দেওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। গত রবিবার ম্যাচ শেষ হওয়ার পর ইংল্যান্ড ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে এই পুরস্কার দেওয়া হয়। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলি পুরস্কার বিতরণীতে এসে এ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বিরাট নেন শার্দূল ঠাকুরের নামও।
বলেন, ‘‘শার্দূল ম্যাচের সেরা আর ভুবি সিরিজের সেরার পুরস্কার না পাওয়ায় আমি অবাক হয়েছি।’’ পরে প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভনও টুইট করেন এ নিয়ে। লেখেন, ‘‘ভুবনেশ্বর কী করে সিরিজের সেরা হল না?’’ সিরিজে ছ’টি উইকেটই শুধু নেননি ভুবি, রবিবার ভারতের ম্যাচ জয়েও মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। ইংল্যান্ডের দুই বিধ্বংসী ওপেনার বেয়ারস্টো এবং জেসন রয়কে দুরন্ত সুইংয়ে পরাস্ত করেন। ভারতের ৩২৯-র জবাবে ইংল্যান্ড শেষ ওভারে গিয়ে ৩২২-৯ স্কোরে থেমে যায়। প্রায় হারা ম্যাচ জমিয়ে দিয়েছিলেন স্যাম কারেন। তবে সচরাচর হারা দল থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয় না। সে দিক দিয়ে কারেন ছিলেন ব্যতিক্রম।
শার্দূল এই ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন। তবে কারেনের ম্যাচের সেরা হওয়া নিয়ে খুব তর্ক না হলেও ভুবনেশ্বর সিরিজের সেরার পুরস্কার না পাওয়ায় অনেকেই অবাক। বেয়ারস্টো প্রথম দু’টি ম্যাচে রান পেলেও সব চেয়ে গুরুত্বপূর্ণ রবিবারের সিরিজ ফয়সালার ম্যাচে ব্যর্থ। তাঁকে আউট করেন ভুবনেশ্বরই। যদিও চোট থেকে দুর্দান্ত ভাবে ফিরে আসা ভারতের সুইং বোলারের পাখির চোখ ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজ। সাদা বলের ক্রিকেটে যতই সাফল্য আসুক, যতই আইপিএল আসুক, তিনি লাল বলের ক্রিকেটেই স্বমহিমায় ফিরতে চান।
রবিবার সিরিজ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বরের কাছে জানতে চাওয়া হয় তাঁর টেস্ট ক্রিকেটে ফিরে আসার আগ্রহ কতটা? ভুবনেশ্বরের উত্তর, ‘‘লাল বলের ক্রিকেটকে বরাবরই প্রাধান্য দিই। ইংল্যান্ডে টেস্ট সিরিজের কথা মাথায় রয়েছে।’’ যোগ করছেন, ‘‘টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখেই আইপিএলের সময় শারীরিক ধকলের বিষয়টা মাথায় থাকবে। কারণ, সামনে একের পর এক টেস্ট ম্যাচ আসছে। খেলার জন্য তৈরি থাকতে চাই।’’