দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি-২০ ও ওয়ান ডে- তিনটি সিরিজেই জয় পেয়েছে ভারত। গতকাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারত জিতলেও ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হল স্যাম কারেনকে। এদিকে, সিরিজ সেরা হলেন জনি বেয়ারস্টো। যা দেখে অবাক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি জানতে চেয়েছেন, কেন ম্যাচ সেরার পুরস্কার পেলেন না শার্দূল ঠাকুর? এমনকি, সিরিজ সেরার পুরস্কার কেন দেওয়া হল না ভুবনেশ্বর কুমারকে?
বিরাট বলেছেন, “শার্দূল অল্প দিনে দারুণ উন্নতি করেছে। ম্যাচ সেরার পুরস্কার ওকে দেওয়া হল না দেখে আমি সত্যি অবাক। এমনকি সিরিজ সেরার পুরস্কারও পেল না ভুবনেশ্বর কুমার। সত্যি অদ্ভুত!” যোগ করেন, “দুটি সেরা দলের প্রতিদ্বন্দ্বিতা এতটাই যে, কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পারলে জয় আসা স্বাভাবিক।” উল্লেখ্য, শেষ ম্যাচে ব্যাটিং সহায়ক পিচ থাকা সত্ত্বেও ৬৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন শার্দূল। এদিকে, মাত্র ৪২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। সিরিজের প্রত্যেকটি ম্যাচে জুটি ভাঙার সময় ভুবির হাতেই বল তুলে দিতেন বিরাট। গতকালও স্যাম কারেন ও মইন আলির জুটি ভাঙেন ভুবনেশ্বর।
তবে শুধু শার্দূল বা ভুবি না, সিরিজ জয়ের জন্য প্রতিটি বোলারকেই কৃতিত্ব দিয়েছেন বিরাট। তাঁর কথায়, “ঠিক সময় উইকেট তোলার জন্যই এই জয় সম্ভব হয়েছে। স্যাম কারেনের ইনিংস সত্যি ম্যাচ হাত থেকে বার করে দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস হারায়নি বোলাররা।” পাশাপাশি, ভারতীয় দলের সূচি তৈরি নিয়ে ফের প্রশ্ন তুললেন অধিনায়ক। তাঁর দাবি, “ভবিষ্যতে সূচি গঠন নিয়ে আরও সচেতন হতে হবে। কারণ জৈব সুরক্ষা বলয়ে থেকে টানা ম্যাচ খেলার প্রভাব প্রত্যেকের মধ্যেই পড়ে। সবার মধ্যে একই রকম মানসিক চাপ নেওয়ার ক্ষমতা না-ই থাকতে পারে। যা-ই হোক। সামনে আইপিএল। সেই প্রতিযোগিতা নিয়েই এ বার ভাবব।”