শুটিং বিশ্বকাপে অব্যাহত ভারতের জয়যাত্রা। প্রতিযোগিতায় কার্যত সবচেয়ে ভাল ফল করলেন ভারতীয়রা। ১৫টি সোনা-সহ মোট ৩০টি পদক নিয়ে অভিযান শেষ করল ভারত। রবিবার মহিলাদের ট্র্যাপ প্রতিযোগিতায় দেশকে সোনা এনে দিলেন শ্রেয়সী সিংহ, মনীষা কির এবং রাজেশ্বরী কুমারী। তাঁরা ৬-০ ব্যবধানে হারিয়েছেন কাজাখস্তানকে। পুরুষদের ট্র্যাপ প্রতিযোগিতায় ভারতকে সোনা জেতান কিনান চেনাই, পৃথ্বীরাজ তোন্ডাইমান এবং লক্ষ্মণ শেওরান।
উল্লেখ্য, সাম্প্রতিক কালে শুটিং বিশ্বকাপে উজ্জ্বল ভারত। ২০১৯-এর ফেব্রুয়ারি থেকে তাদের জয়যাত্রা শুরু হয়েছিল। এই নিয়ে টানা ছ’টি বিশ্বকাপে শীর্ষস্থানে শেষ করল তারা। তবে এ বারের বিশ্বকাপে বেশিরভাগ পদকই জিতেছেন অলিম্পিক্স-বহির্ভূত ইভেন্টের শুটাররা।
সোনা জয়ের পর শ্রেয়সী বলেছেন, “খুব কঠিন সূচী থাকায় প্রস্তুতি সে ভাবে হয়নি। মিশ্র ইভেন্টের ফাইনালে (কিনান চেনাইয়ের সঙ্গে) ফল ভাল হয়নি। কিন্তু ট্র্যাপ দলটা ভালই এগোচ্ছে। আমার ধারণা, শটগানে আরও উন্নতি করতে পারি আমরা। কিন্তু বিদেশি কোচের অভাবই ভোগাচ্ছে।”