আসন্ন ফিফা ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয় পেল ইউরোপের পাঁচ বড় দলই। জিতল জার্মানি, ইংল্যান্ড, ইতালি এবং ফ্রান্স। অতিরিক্ত সময়ের গোলে জিতেছে স্পেনও। সের্জে নাব্রির একমাত্র গোলে জার্মানি হারিয়েছে রোমানিয়াকে। ম্যাচের ১৬ মিনিটে গোলটি করেন ন্যাব্রি। ইংল্যান্ড ২-০ ব্যবধানে হারিয়েছে আলবেনিয়াকে। প্রথমার্ধে ইংরেজদের এগিয়ে দেন হ্যারি কেন। দ্বিতীয়ার্ধে গোল করেন ম্যাসন মাউন্ট।
২-০ ব্যবধানে জয় পেয়েছে ইতালিও। তারা হারিয়েছে বুলগেরিয়াকে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল আন্দ্রেয়া বেলোত্তির। দ্বিতীয়ার্ধে গোল করেন ম্যানুয়েল লোকাতেল্লি। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স একই ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানকে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১৯ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন ওসুমানে দেমবেলে। প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে আত্মঘাতী গোল কাজাখস্তানের সেরহি মালয়ির।
বেশ কষ্ট করে জিততে হয়েছে স্পেনকে। প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় জর্জিয়া। দ্বিতীয়ার্ধে স্পেনের হয়ে গোল করেন ফেরান তোরেস। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল দানি ওলমোর। এদিকে, নরওয়ে এবং জার্মানির পর এ বার মানবাধিকার নিয়ে প্রতিবাদ জানাল ডেনমার্ক। রবিবার তারা বিশেষ জার্সি পরেছিল যাতে লেখা ছিল, ‘ফুটবল বদলকে সমর্থন করে।’ ম্যাচে মলডোভাকে ৮-০ ব্যবধানে উড়িয়েছে ড্যানিশরা।