টেস্ট ও টি-টোয়েন্টির পর রবিবার ওয়ানডে সিরিজও পকেটে পুরে নিলেন বিরাট-রোহিতরা। তিন ফরম্যাটেই ইংল্যান্ডকে হারাল ভারত। ভারতীয় দলের এমন লড়াকু মনোভাব দেখে স্বভাবতই খুশি কিংবদন্তি সুনীল গাভাস্কার। তাঁর মতে, বিরাট অধিনায়ক হিসেবে ভাগ্যবান। কারণ তাঁর দলের বেশিরভাগ সদস্যই নিজেদের মেলে ধরছেন সফলভাবে।
এদিন শেষ একদিনের ম্যাচে ইংরেজদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর সানি জানান, “একজন অধিনায়ক তখনই ভাল, যখন তাঁর দল মাঠে ভাল ফল করে। আমি সবসময় এই নীতিতে বিশ্বাসী। বিরাটের দলে একাধিক দুর্দান্ত ওপেনিং ব্যাটসম্যান রয়েছে। সব ধরণের ক্রিকেটের জন্য রয়েছে শক্তিশালী মিডল অর্ডার। বোলিং আক্রমণেও রয়েছে একাধিক বৈচিত্র। উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থ ক্রমশ উন্নতি করছে। এর সঙ্গে যোগ হয়েছে অসাধারণ ফিল্ডিং। ভবিষ্যতে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিরাটের দলকে আটকানো মুশকিল।” তিনি আরও বলেন, “ক্রিকেটে প্রথম একাদশের সবাই নিজেদের মেলে ধরতে পারে না। সেটাই স্বাভাবিক। তবে বিরাটের দলে একাধিক ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার রয়েছে। তাই প্রতি ম্যাচেই চার-পাঁচজন নিজেদের মেলে ধরছে। ফলে এই দল হয়ে উঠছে অপ্রতিরোধ্য।”
উল্লেখ্য, শেষ ম্যাচে ফের দ্রুত রান তুলে নজর কাড়লেন পন্থ। ১৫৭ রানে ৪ উইকেট হারানোর পরেও দমে যাননি এই তরুণ। পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে ৭০ বলে ৯৯ রান যোগ করেন। ঋষভ ৬২ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরে যান। তাই ২৩ বছরের তরুণকে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা ওপেনার। বললেন, “গত চার মাসে ব্যাটসম্যান হিসেবে পন্থ অনেক উন্নতি করেছে। সেটা দেখে আমি খুবই খুশি। সবচেয়ে ভাল দিক হল পন্থ আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করলেও খারাপ শট খেলছে না। সেটা বেশিরভাগ ইনিংসে দেখা গিয়েছে। দলের পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের সময় পন্থ বুদ্ধি প্রয়োগ করছে। তাই গত অস্ট্রেলিয়া সফর থেকে এ বার ইংল্যান্ডের বিরুদ্ধেও দল সাফল্য পেল।”