রাজ্যজুড়ে প্রায় প্রতিটি জেলাতেই বিজেপির প্রার্থী নিয়ে সমস্যায় জেরবার গেরুয়া শিবির। এবার মালদহের সুজাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থীপদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ওই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন ভোটে লড়াই করার অনিচ্ছা প্রকাশ করেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পরে অবশ্য তিনি ভোটে লড়াই করতে প্রস্তুত হন বলেও দলের অন্দরমহল সূত্রে জানা গিয়েছে। পুরো বিষয়টি নিয়ে নতুন করে সমস্যায় পড়েছে জেলা নেতৃত্ব। অন্যান্য কেন্দ্রেও প্রার্থী নিয়ে সমস্যা এখনও পুরোপুরি মেটেনি বলে জানা গিয়েছে।
বিজেপির মালদহ জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, সুজাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীপদ নিয়ে জট তৈরি হয়েছে। সেই জট খোলার চেষ্টা চলছে। আশা করছি, এই বিষয়টি দ্রুত মিটে যাবে। দল ওই কেন্দ্রে দ্রুত জোরদার প্রচার শুরু করে দেবে। উল্লেখ্য, মালদহের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীপদ নিয়ে বিক্ষোভ শুরু হয়। দলের কর্মীরা সেইসময় জেলা সভাপতির কাছে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। এমনকি জেলা সভাপতি নিজেও স্বীকার করেছিলেন যে, ওই কেন্দ্রের প্রার্থীকে ব্যক্তিগত ভাবে তিনি চিনতেন না।
বিষয়টি থিতিয়ে যাওয়ার আগেই ফের সুজাপুরের প্রার্থী নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন মঙ্গলবার প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করতে অনিচ্ছা প্রকাশ করেন। দলের জেলা নেতৃত্বের কাছেও সেই সংবাদ পৌঁছে যায়। তারপরেই ফের ওই প্রার্থী তাঁর অনিচ্ছা প্রকাশের বিষয়টি সরিয়ে ভোটে লড়তে চেয়েছেন বলে জানিয়েছেন জেলা বিজেপির পদাধিকারী। সবমিলিয়ে ভোটের আগে নানা সমস্যায় জেরবার রাজ্য বিজেপি।