প্রথম দফা ভোট পর্বের আগে আজ কার্যত প্রচারের ঝড় উঠতে চলেছে বাংলায়। এদিকে, এই হাইপ্রোফাইল ভোট প্রচার পর্বের আগের রাতে সিএনএক্স-সিভোটারের জনমত সমীক্ষার চূড়ান্ত রায় প্রকাশিত হল। দেখে নেওয়া যাক এই চূড়ান্ত রায়ে কী কী বিষয় তুলে ধরা হয়েছে।
সিএনএক্স, সিভোটারের চূড়ান্ত জনমত সমীক্ষা বলছে, মমতা শিবির আসন্ন বিধানসভা নির্বাচনে ১৫২ থেকে ১৬২ টি আসন পেতে পারে। এদিকে, এর আগে কার্যত একই রকমের এক সমীক্ষা তৃণমূল সম্পর্কে দিয়েছে টাইমস নাও সি ভোটার। সেখানে বলা হয়েছে তৃণমূল এবার ১৬০ টি আসন পেতে পারে।
মমতার ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী ছিল যে বিজেপি ১০০ এর বেশি আসন আসন্ন বিধানসভা ভোটে পাবে না। এদিকে, ওপিনিয়ন পোল বলছে, বিজেপি বঙ্গ বিধানসভা ভোটে ১০৪ থেকে ১২০ টি আসন পেতে পারে। এই জনমত সমীক্ষা থেকে বাস্তবের মাটিকে ভোটঅঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর রয়েছে গোটা বাংলার।
জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, বাম,কংগ্রেস ও আইএসএফঅর জোট ২৯৪ আসনের লড়াইয়ে ১৮ থেকে ২৬ টি আসন পেতে পারে। যদিও বশ কয়েকটি জায়গায় এই জোটের দুই দল পরম্পর পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। সেই জায়গা থেকে ফলাফল কোনদিকে যায় নজর রয়েছে সমস্ত মহলের।