এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ল খড়গপুর আইআইটি। বৃহস্পতিবার সন্ধেবেলা ক্যাম্পাসে আগুন লেগে সেখান থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি অংশ দাউদাউ করে জ্বলতে থাকে। তা নজরে আসামাত্রই হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে তীব্র ছড়ায় আতঙ্ক।
কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছে অনেকটাই। ক্ষয়ক্ষতিও হয়েছে। দমকলের ইঞ্জিন আইআইটি ক্যাম্পাসে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।