টেস্ট হোক বা টি-২০, দুটো সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েও শেষে জিতেছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শুরুতে সেটা হয় নি। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি জিতেই শুরু করল ভারত। আর এই পরিবর্তনটাই সবথেকে বেশি তৃপ্তি দিচ্ছে দলের অধিনায়ককে। আর ম্যাচের শেষে সেটা নির্দ্বিধায় জানিয়ে দিলেন বিরাটও।
তিনি বললেন, “গত কয়েকটা সিরিজে আমরা প্রথম ম্যাচ হারলেও সিরিজ জিতেছি। এতে অবশ্যই বোঝা যায় আমাদের দলের তাগিদ অনেক বেশি। কিন্তু একটা দল কতটা শক্তিশালী সেটা বুঝিয়ে দেওয়ার সেরা উপায় হল শুরু থেকেই আক্রমণ করা। এই ম্যাচে সেটাই হল। দলের সবার মধ্যে এই খিদে দেখতে চেয়েছিলাম। তাই আমার মতে গত কয়েক মাসের মধ্যে এটা অন্যতম সেরা জয়। এই জয় আলাদা অনুভূতি যোগাবে।”
এখন ভারতীয় দলে তিন পর্যায়ের ক্রিকেটেই একাধিক ম্যাচ জেতানোর মত লোক রয়েছেন। সেটা গত কয়েক মাসে টিম ইন্ডিয়ার ফল দেখলেই বোঝা যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সফরেও এর প্রমাণ বারবার মিলেছে। তাই কোহলি বললেন, “বিশেষ করে শিখরের কথা বলব। টি-২০ সিরিজে সুযোগ না পেলেও মনমরা হয়ে বসে থাকেনি। একজন সিনিয়র সদস্য হয়েও প্রয়োজনে জল পর্যন্ত বয়েছে। এতেই বোঝা যায় ও কত বড় টিম ম্যান।”
দলের বোলিং বিভাগ ও অন্যান্যদের নিয়েও সন্তুষ্ট বিরাট। বলেন, “টি-২০-র পর এখানেও শার্দূল ঠাকুর ও ভুবনেশ্বর কুমার অনবদ্য। ক্রুণাল পান্ড্য, প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম সুযোগ পেয়েই জাত চেনাল। কে এল রাহুল গত সিরিজে রান না পেলেও একদিনের ম্যাচে ব্যাটিংয়ের সঙ্গে দারুণ কিপিং করল। রোহিত বরবারের মতো অনবদ্য। আমাদের দলে প্রত্যেক বিভাগে একাধিক ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। এমন সুস্থ প্রতিযোগিতা যে কোনও দলের জন্যই সবসময় ভাল।”