শুধু কেন্দ্রীয় বাহিনীতেই থেমে না থেকে এবার বাংলার বিধানসভা ভোট পরিচালনার জন্য উত্তরপ্রদেশ থেকে ৩০ কোম্পানি পুলিশবাহিনী আনতে পারে নির্বাচন কমিশন। আর সে খবরের আঁচ পেতেই সরব হল তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, বাংলার নির্বাচনে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পুলিশ আনলে তারা বিজেপির হয়ে কাজ করবে। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার নেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, অন্য যে কোনও অবিজেপি রাজ্য থেকে পুলিশ আনা হোক। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের পুলিশ এলে পক্ষপাতিত্ব হবে।
কমিশনকে লেখা চিঠিতে ডেরেক বলেছেন, ‘আমাদের কাছে তথ্য আছে উত্তরপ্রদেশ থেকে ৩০ কোম্পানি সশস্ত্র রাজ্য পুলিশ আনা হচ্ছে এ রাজ্যের নির্বাচনে। আমরা অন্য কোনও অবিজেপি রাজ্য থেকে পুলিশ আনার বিরোধী নই। কিন্তু উত্তরপ্রদেশ থেকে পুলিশ আনা হলে আমাদের আপত্তি আছে। উত্তরপ্রদেশ যেহেতু বিজেপি শাসিত, এবং সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত, তাই আমাদের ধারণা সেখান থেকে পুলিশ এলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমাদের মনে হয় উত্তরপ্রদেশ পুলিশকে ভোট পরিচালনার জন্য আনা হলে তারা বিজেপির হয়েই কাজ করবে।’
উত্তরপ্রদেশ পুলিশের আগমন নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারেরও অভিযোগ তুলেছে তৃণমূল। তাঁদের দাবি, ‘কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্য সরকার বা সরকারি আধিকারিকরা ভোট ঘোষণার পর থেকে নিজেদের সরকারি ক্ষমতা ব্যবহার করছে না। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে তেমনটা বলা যাচ্ছে না। কেন্দ্রের নির্দেশে ইডি, সিবিআই, এনআইএ-র মতো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ভোট ঘোষণার পর থেকে তৃণমূল নেতা, প্রার্থী বা মুখপাত্রদের বহু বছর ধরে ঝুলে থাকা মামলায় অকারণে তলব করছে। অথচ, ওই একই ধরনের মামলায় বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।’