ভোটের মুখে ফের অস্বস্তিতে পড়তে হল গেরুয়া শিবিরকে।
এবার ঝাড়গ্রামে তাদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কিনতে চাওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে নালিশ জানিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে জুবলি মার্কেটে প্রচারে বেরিয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় সতপথী। বাজারের আনাচে কানাচে ঘুরে চলছিল প্রচার। এই সময়েই প্রার্থীর তরফ থেকে সেখানে উপস্থিত দরিদ্র মানুষদের টাকার লোভ দেখানো হয় বলে অভিযোগ। এই প্রচার শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় একটি ভিডিও। তাতে বিজেপি কর্মীদের স্লোগানের পাশাপাশিই শোনা যাচ্ছে এক কণ্ঠস্বর, ‘ভোটের আগের দিন আসবি। দিয়ে দিমু খরচা।’
এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এর বিরদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা। তিনি বলেন, ‘বিজেপি বুঝে গেছে মানুষ তাঁদের পাশে নেই। তাই সন্ত্রাস করে, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এতে কোনও লাভ হবে না। ভোটের পর মানুষ এদের ছুড়ে ফেলে দেবে।’ একই সঙ্গে তিনি জানান, গোটা বিষয়টি তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির।