গত কয়েক সপ্তাহে গোটা দেশে ধীরে ধীরে ফের বাড়তে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মত রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুও। কিন্তু তার মধ্যেই করোনাবিধি শিকেয় তুলে ‘হোলি’ খেলা হল যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের শ্রী রাধা মন্দিরে সোমবার মানুষের ঢল নেমেছিল। এর হাত ওর ঘাড়ে, ওর পা এর পায়ের ওপরে। ঠিক যেন করোনাকে নিয়ে হোলি খেলা।
সংবাদ সংস্থা এএনআইর একটি ভিডিওয় দেখা গিয়েছে ‘লাড্ডু মার হোলি’তে জনপ্লাবন। লাড্ডু ধরতে রীতিমতো হুড়োহুড়ি। অধিকাংশ ব্যক্তিরই মুখে নেই মাস্ক। তাঁরা একে অপরের গায়ের উপর ঝাঁপাচ্ছেন লাড্ডু ধরতে। একবার এর কাঁধে, তো আর একবার ওর কাঁধে, দেদার চলছে হোলি খেলে লাড্ডু ধরা। বাচ্চা, মধ্যবয়স্ক, বৃদ্ধ কে নেই সেই ভিড়ে। মন্দির থেকে ছোড়া হচ্ছে লাড্ডু আর তা ধরতে গিয়ে শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব।
কেউ কেউ আবার নিজেদের মধ্যেই ছোড়াছুড়ি করছেন লাড্ডু। সব মিলিয়ে করোনার দ্বিতীয় সংক্রমণের আবহে ভয়াবহ চিত্র ভেসে এল উত্তরপ্রদেশ থেকে। মথুরা, বরসনার মতো বিভিন্ন শহরে উদযাপিত হয় ‘লাড্ডু মার হোলি’। এরপর হয় ‘লাঠমার হোলি।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। কেউ কেউ টুইটারে লিখেছেন, “এটা কি জোক, করোনা এখনও যায়নি!”