চলতি বছরের বাজেটে বিমা খাতে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের সীমা ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোমবার সংসদের এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, বিমা ক্ষেত্রে এফডিআই বৃদ্ধির বিলটি আগেই লোকসভা পাস করেছে। বিমা (সংশোধন) বিল ২০২১ ইতিমধ্যেই রাজ্যসভাতেও পাস হয়েছে। এই বিল নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রী বলেছিলেন যে, বিমা ক্ষেত্রে এফডিআই বাড়ানোর দরকার রয়েছে। আর এখনই সেই সময়। এই আইন বাস্তবায়ন হলে বিমা ক্ষেত্রে আরও আর্থিক গতি বৃদ্ধি পাবে।
জীবন বিমা সংস্থাগুলির ক্রমবর্ধমান মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করবে এই নীতি এমনটাই মত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সেই কারণেই ক্যাপিং ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার কথা ঘোষণা করেছিলেন তিনি। অর্থমন্ত্রী নির্মলা এ-ও বলেন সংস্থাগুলি কী পরিমাণ তাদের এফডিআই নিতে পারবে সে বিষয়ে যেন সিদ্ধান্ত নিতে পারে সেজন্য এই সংশোধনী করা হচ্ছে।
প্রসঙ্গত, এই বিমা খাত একটি অত্যন্ত নিয়ন্ত্রিত ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগ থেকে শুরু করে বিপণন পর্যন্ত সমস্ত কিছুই অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যদিও অর্থমন্ত্রীর মতে, সাতটি পাবলিক সেক্টর এবং ৬১টি বেসরকারী সংস্থা রয়েছে। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে মোদী সরকারের এই সিদ্ধান্তে বেসরকারিকরণের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে।