এবার একদিনের ক্রিকেটে সম্মুখ সমরে নামছে ইংল্যান্ড ও ইন্ডিয়া। আইসিসি ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে সেরা দল ইংল্যান্ড। ২০১৯ সালে বিশ্বকাপ জিতেছিল মর্গ্যানবাহিনীই। আর বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া কোহলির ভারত ক্রমতালিকায় রয়েছে ২ নম্বরে। এখন দেখার, ৩ ম্যাচের এই সিরিজে শেষ হাসি হাসবেন কে?
একদিনের ক্রিকেটে ক্রমতালিকায় ভারত ২ নম্বরে থাকলেও বিরাট কোহলি রয়েছেন এক নম্বরে। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। প্রথম দশে কোনও ইংরেজ ব্যাটসম্যান নেই। বোলার বা অলরাউন্ডারের ক্রমতালিকাতেও নেই কোনও ইংরেজের নাম। তবে তার জন্য মর্গ্যানদের হালকা ভাবে নেওয়ার প্রশ্নই উঠছে না। ভারত অধিনায়ক জানেন বেন স্টোকসরা কতটা শক্তিশালী। যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাঁরা রাখেন।
একদিনের ক্রিকেটে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণরা। মঙ্গলবার পুণেতে অভিষেক ঘটবে তাঁদের? যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের অনুপস্থিতিতে দলে একাধিক নতুন পেসারকে সুযোগ করে দেওয়া হয়েছে। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার তো থাকছেনই। প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে। নতুন ছেলেদের নিয়ে কি প্রথম ম্যাচে জয় পাবে টিম ইন্ডিয়া? উত্তর মিলবে ম্যাচ শেষের পরেই।