‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। কিন্তু দলের এই ‘সোনার বাংলা’ গড়ার দাবিকেই এবার গিমিক, ধাপ্পা বলে দাবি করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে উনিশের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস। এই নিয়ে একটি ফেসবুক পোস্টও করেছেন তিনি। পরে সেই পোস্ট ডিলিট করলেও তার স্ক্রিন শট ভাইরাল হয়ে যায়।
শনিবার রাতে পরেশচন্দ্র দাস নিজের ফেসবুকে একটি পোস্ট করেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি লেখেন, ‘১৯৫৭-র পর থেকে বাংলা সেই যে সোনা চুরি হচ্ছে আজও সেই ট্র্যাডিশন চলছে। হয় তো ভবিষ্যত প্রজন্মও এর সাক্ষী থাকবে।… অথচ এখন আমরা সবাই বলছি সোনার বাংলা গড়ব। কি করে করবেন তা কিন্তু কেউ বলছেন না। এ নেহাতই গিমিক মনে হয়, ধাপ্পা ছাড়া কিছুই নয়’।
পোস্টটিতে ভুরি ভুরি লাইক কমেন্ট পড়তে দেরি করেনি। পোস্টটি ভাইরাল হওয়ার পরই তা তুলেও নেন পরেশচন্দ্র দাস। কিন্তু ততক্ষণে তার স্ক্রিনশট নিয়ে নিয়েছিলেন কয়েক জন। পরে যা সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের ছোট বড় নেতারা স্লোগান তুলে দাবি করছেন ভোটে জিতলে ‘সোনার বাংলা’ গড়বেন। কিন্তু রাজ্যে বিজেপির নেতা কর্মীরা সেটা কতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন বা বিশ্বাস করেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, গত লোকসভায় দলের প্রার্থীর মতো নেতা যখন সোনার বাংলা গড়ার দাবিকে ধাপ্পাবাজি বলে মনে করছেন তখন বাকি বিজেপি কর্মীরা সেটাকে কতটা গুরুত্বের সঙ্গে বিশ্বাস করেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
