গেরুয়া শিবির যে মুসলিম বিরোধী, বরাবরই এই অভিযোগ উঠেছে। এবার ফের মিলল তার প্রমাণ। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে হিন্দু না হলে প্রবেশ করা যাবে না মন্দিরে। এমনই হুলিয়া জারি করল হিন্দু যুব বাহিনী। উত্তরাখণ্ডের দেরাদুনের ঘণ্টা ঘরের একটি মন্দিরের সামনে ওই ব্যানার ঘিরে বিতর্ক উসকে উঠেছে। শেষপর্যন্ত অবশ্য বিতর্কের মুখে পড়ে সেটি সরানো হয়েছে। এমনকী মামলাও দায়ের হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশিত খবর অনুযায়ী, ঘণ্টা ঘর এলাকার ওই মন্দিরের সামনে ব্যানারটি দেখে অনেকেই অবাক হয়ে যান। ওই ব্যানারে লেখা ছিল, ‘এটি হিন্দুদের জন্য পবিত্র স্থান। এখানে অ-হিন্দুদের প্রবেশ নিষেধ।’ নীচে আবার নাম লেখা ছিল হিন্দু যুব বাহিনীর। শুধু ওই মন্দিরে নয়, জানা গিয়েছে, একাধিক হিন্দু মন্দিরের সামনে এই ধরনের ব্যানার টাঙানো হয়।
স্বাভাবিকভাবেই এই ঘটনার কথা সামনে আসতেই রীতিমতো বিতর্ক দেখা দেয়। অনেকেই এই কাজের সমালোচনা করেন। বিতর্কের মুখে পড়ে মন্দির কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এই ধরনের কোনও ব্যানারের ব্যাপারে তাঁরা কিছু জানেন না। ইতিমধ্যে সেটি সরানো হয়েছে বলেও খবর। শুধু তাই নয়, যে ব্যক্তির ফোন নম্বর ওই ব্যানারটিতে ছিল, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৫৩এ ধারায় মামলাও দায়ের করা হয়েছে।