রাজ্যে নির্বাচনের বাজনা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আর ক’দিন পরেই শুরু হয়ে যাবে নির্বাচন। সেই লক্ষ্যে জোরকদমে প্রচার চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দলই। আর তেমনই একটি প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব তথা বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। মোদীকে নিশানা করে এদিন পার্থ বলেন, “মাটির সঙ্গে কোনও যোগাযোগ নেই প্রধানমন্ত্রীর। মাটিতে দাঁড়ালে বুঝতেন, ভিত কত নড়বড়ে। মোদীজিকে যা স্ক্রিপ্ট লিখে দেওয়া হচ্ছে, তাই বলছেন। ওঁর কপালে লেখা আছে বাংলা হবে না।”
এদিন মোদীকে নিশানা করে পার্থ আরও বলেন যে, “আমি কোনও ব্যক্তির বিরুদ্ধে লড়াই করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে উন্নয়নের জন্য লড়াই করি। আমার বিপরীতে বিরোধী দলের কে প্রার্থী হল, সেটা বড় কথা নয়। আমরা কীভাবে মানুষের কাছে পৌঁছেছি, সেটাই আসল কথা। আমরা সবসময় মানুষের পাশে থেকেছি। একঝাঁক নেতা দিল্লী থেকে এসে যে ভাষায় কথা বলছেন, এরকম সংস্কৃতি ছিল না বাংলায়। আমি আমাদের সহকর্মীদের বলব, ভোটের আগে কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে শান্তি-সম্প্রীতি-ঐক্যের মধ্য দিয়ে কাজকর্ম চালিয়ে যান।”