দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। শুরু হয়ে গেছে ভোটযুদ্ধের কাউন্টডাউন। পুরোদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ব্যতিক্রম নন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহও। এদিন প্রচারে নেমে ফুটবলে মাতলেন তিনি।
শুক্রবার শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় প্রচার করতে যান চন্দ্রনাথ। হঠাৎ মাঠের মধ্যে নেমে ফুটবল খেলতে শুরু করেন তিনি। ফুটবল খেলে উঠে চন্দ্রনাথ বলেন, “মাঠে নেমে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। কারণ বিজেপিকে তো গোল দিতে হবে। গোল দিয়ে জাল ফুটো করতে হবে।”