সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিংহ। এবার তাঁর বিরুদ্ধে লকআপে পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল। রাকেশের বিরুদ্ধে পুলিশকর্মীকে মারধর, হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয় রাকেশকে।
সরকারি আইনজীবী বিচারককে জানিয়েছেন, মাদক-কাণ্ডে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে থাকার সময় এক পুলিশকর্মীকে মারধর করেন রাকেশ। এক তদন্তকারী অফিসারকে জলের বোতলও ছুড়ে মারেন। অন্য দিকে, রাকেশের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। রাকেশকে জামিন দেওয়া হোক। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১৯ মার্চ পর্যন্ত রাকেশকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।