বুধবার নন্দীগ্রামের বিলুরিয়া বাজারে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুষ্কৃতীদের ধাক্কায় তাঁর বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে তাঁকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ষড়ষন্ত্রেরও অভিযোগ তুলেছেন তিনি। এবার বিষয়টি গড়াল আইনের দরজায়। কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন জনৈক সুরজিৎ সাহা নামে এক ব্যক্তি। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। শুক্রবারই এই মামলার শুনানির সম্ভাবনা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ওপর হামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত’, এমন অভিযোগ তুলে এদিনই দিল্লীতে নির্বাচন কমিশনের দফতরে গেল তৃণমূলের প্রতিনিধিদল।
প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের পর বিকেলে বিরুলিয়ায় মন্দির দর্শনে গিয়ে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী। তাঁর বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে। এরপরই গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। এসএসকেএমের উডবার্ন বিভাগে ভর্তি হন মমতা। তারপরই মুখ্যমন্ত্রীর ওপর ‘হামলার চক্রান্ত’ হয়েছে বলে অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন তৃণমূল প্রতিনিধিরা। আর এবার তাঁরা গেলেন দিল্লীতে, নির্বাচন কমিশনের দফতরে। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, শান্তনু সেন-সহ মোট ৬ সাংসদ।