বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আর কিছুদিন পর থেকেই টানা একমাস ধরে বাংলায় আটদফায় ভোটগ্রহণ শুরু হবে। যার আগে প্রতিটি দলের প্রার্থীদের প্রচারে জমজমাট বাংলার মাটি। এরইমধ্যে নয়া প্রচার কৌশল অবলম্বন করে লোকাল ট্রেনে উঠে পড়লেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রামদাস। মিটিং-মিছিল কিংবা জনসভার বদলে আজ সকালে সোজা লোকাল ট্রেনে উঠে পড়েন তিনি।
ট্রেনে উঠে হাত জোড় করে সকলকে বললেন, “আমি ক্যানিংয়ের ছেলে। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছি এবার।” সমবয়সীদের বুকে টেনে নিলেন, আবার গুরুজনদের প্রণাম করে ভোট প্রার্থনাও করলেন। উল্লেখ্য, এবারই প্রথম বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরেশ রামদাস। বেশ কয়েকটি ট্রেনের বগিতে উঠে এই অভিনব জনসংযোগের কাজ করেন তিনি। প্রার্থীকে সামনে পেয়ে অনেকেই বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানান। মন দিয়ে সকলের কথা শোনেন পরেশ। ক্যানিং থেকে তালদি এবং তালদি থেকে ক্যানিংয়ের মধ্যে এভাবেই প্রচারপর্ব সারেন।
এরপর ট্রেনের মধ্যেই বিতরণ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ক্যালেন্ডার কার্ড। রেল সফরের পর তিনি ক্যানিং ও তালদি স্টেশনে থাকা বিভিন্ন হকারদের সঙ্গেও সরাসরি কথা বলেন। তালদি স্টেশনে চা চক্রে অংশগ্রহণও করেন তিনি। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রার্থী পরেশ রাম দাস বলেন, “মানুষ জীবিকার তাগিদে সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এর ফলে বাড়িতে গিয়েও তাঁদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না। আর তাই তাঁদের সাক্ষাৎ পেতেই লোকাল ট্রেনে ভোট প্রচারের সিদ্ধান্ত।” এই অভিনব প্রচারের মাধ্যমে তিনি যে সাধারণ মানুষের সঙ্গে আরও একাত্ম হতে চাইছেন, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।