রাজ্যের শিয়রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিতে শুরু করেছেন প্রার্থীরা। ঠিক এমনই সময় বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন ধরল বিজেপির রাজ্য নেতৃত্বে। বিজেপিকে শ্রমিক বিরোধী বলে তকমা লাগিয়ে পদত্যাগ করলেন বিজেপির ট্রেড ইউনিয়নের রাজ্য কার্যকরী সভাপতি। দল ছেড়ে তিনি যোগ দিলেন তৃণমূলে। আজ তৃণমূল ভবনে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি ট্রেড ইউনিয়ন মোর্চার কার্যকরী সভাপতি পবিত্র সাঁপুই, সুমিত দে, সঞ্জয় চক্রবর্তী, দিলীপ সর্দার এনাদের সাথে যোগ দিলেন জেলা নেতৃত্বের আরও ৩০ জন।
যোগদান পর্ব সমাপ্ত হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, তারা কি কোন জেলায় কিভাবে তৃণমূলের সংগঠনের সঙ্গে কাজ করবেন তা আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেনের সঙ্গে আলোচনার সাপেক্ষে ঠিক হবে। যখন তৃণমূলের একের পর এক নেতা টাকার লোভে অথবা ভয়ে দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন, সেইসময় বিজেপি ছেড়ে কাজ করার জন্য তৃণমূলে যোগদান বেশ আশাব্যঞ্জক বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।