আসন্ন বিধানসভা নির্বাচনের দল বদলের হিড়িক পড়ে গিয়েছে বাংলায়। ‘দলে থেকে কাজ করতে পারছি না’ বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের বেশ কিছু নেতা-মন্ত্রী। তবে গোটা দেশজুড়ে এই দলবদলের ধারা শুরু হয়েছে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই। একটি দলের টিকিটে তাঁরা নির্বাচিত হয়ে পরে যোগ দেন অন্য দলে। ২০১৬ সাল থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা এবং দেশের সংসদের এমন ৪৪৩ জন সদস্য রয়েছেন এই তালিকায়। এঁদের মধ্যে ৪২ শতাংশই কংগ্রেসের। বিজেপির দলছুট বিধায়ক মাত্র ৪.৪ শতাংশ। সমীক্ষা সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর)-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এ কথা জানানো হয়েছে।
দলত্যাগী বিধায়কদের মধ্যে প্রায় ৪৫ শতাংশরই গন্তব্য বিজেপি। রিপোর্ট জানাচ্ছে, গত পাঁচ বছরে কর্ণাটক, মণিপুর, গোয়া, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যের কংগ্রেস বিধায়কেরা দল বেঁধে বিজেপিতে যোগ দিয়েছেন। মধ্যপ্রদেশ, কর্ণাটকের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সরকারের পতন হয়েছে বিধায়কদের দলবদলের ফলে। দলত্যাগীদের তালিকায় ৪০৫ জন বিধায়ক, ১২ জন লোকসভার সাংসদ এবং ১৭ জন রাজ্যসভা সাংসদ রয়েছেন বলে জানাচ্ছে এডিআর রিপোর্ট। ১২ জন লোকসভা সাংসদের মধ্যে অবশ্য বিজেপি-র ৫ জন। অন্যদিকে, রাজ্যসভার দলত্যাগীদের মধ্যে ৭ জন কংগ্রেসের। এডিআর রিপোর্ট থেকে জানা গিয়েছে, দলত্যাগী সাংসদ-বিধায়কদের সম্পত্তি গড়ে ৩৯ শতাংশ বেড়েছে।