বুধবার নন্দীগ্রামের বিলুরিয়া বাজারে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুষ্কৃতীদের ধাক্কায় তাঁর বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি। আজ আহত মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে হাজির হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এসএসকেএম-এ আসেন অভিষেক-জায়া। সেখানে পিসিশাশুড়ির সঙ্গে কথা বলেন তিনি।
তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন চিকিৎসকদের কাছ থেকে। তবে হাসপাতাল চত্বরে সংবাদমাধ্যমকে আগাগোড়া এগিয়েই চলেন রুজিরা। উল্লেখ্য, বুধবার নন্দীগ্রামে দুর্ঘটনার শিকার হন তৃণমূলনেত্রী। ওই দিন রাতেই গ্রিন করিডরে এসএসকেএম-এ আনা হয় তাঁকে। মমতাকে নিয়ে গাড়ি এসে পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিষেক। তার পর থেকে ঘর আর হাসপাতালই করছেন তিনি। পায়ে প্লাস্টার বাঁধা অবস্থায় মমতার ছবিও তিনিই প্রথম সামনে আনেন নেটমাধ্যমে।