গতকাল রাতে স্ট্যান্ড রোডের রেলভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করল হেয়ার স্ট্রিট থানা। এই ঘটনায় ৩০৪ এ (গাফিলতির অভিযোগ) এবং দমকল আইনে মামলা রুজু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে ইতিমধ্যেই। রেলভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না। যদি না থাকে, তা হলে তার দায় ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিল তাদের উপর বর্তাবে। পাশাপাশি, রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে তারা।
জানা গিয়েছে, এই বহুতলে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে দমকল। যদি না থাকে, তা হলে কেন এই ব্যবস্থা ছিল না তা নিয়েও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। যখন আগুন লাগে, ভবনের কোনও নকশা পাওয়া যায়নি বলেও অভিযোগ উঠেছে। যার ফলে উদ্ধারকারীদের যথেষ্ট বেগ পেতে হয়। ভবনের ১৩ তলায় পৌঁছতে লিফটে যেতে গিয়ে মৃত্যু হয় ৯ জনের। ওই মৃতদের মধ্যে রেলের আধিকারিক, দমকল কর্মী থেকে শুরু করে হেয়ার স্ট্রিট থানার এক জন পুলিশ আধিকারিকও রয়েছেন।